হেলাল উদ্দিন, টেকনাফ প্রতিনিধি: পৃথক দু'টি ঘটনায় দুজন যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। কক্সবাজারের টেকনাফের সাবরাং ও হ্নীলায় এই দুটি ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নয়াপাড়ার আব্দুর রশিদের ছেলে মো.এনায়েত আমিন (১৭)। অপরজন, একই উপজেলার হ্নীলা ইউনিয়নের ১নং ওয়ার্ড দক্ষিণ রোজারঘোনা এলাকার বেলাল উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (২৩)।
আজ শুক্রবার সকালে একই সময়ে টেকনাফের সাবরাং নয়াপাড়া এলাকায় সুপারী গাছে বিদ্যুৎ স্পৃষ্টে একজনের মৃত্যু হয়। অপরজন হ্নীলা এলাকার একটি চিংড়ি ঘেরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। পৃথক এ দু'টি ঘটনায় মৃত্যু হওয়ার বিষয়টি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানায়,শুক্রবার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের মালিকানাধীন মৌলভী বাজার এলাকার চিংড়িঘেরে বক ধরার সময় রিয়াজ উদ্দিন (২৩) পানিতে ডুবে যায়। ডুবে যাওয়ার পর চিংড়ি ঘেরে থাকা অন্যান্য লোকজন আনুমানিক আধঘণ্টা ঝাঁকি জালের সহায়তায় তাঁকে উদ্ধার করে হ্নীলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, সকালে টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার আব্দুল জব্বার নামক ব্যক্তির সুপারি বাগানে মো. এনায়েত আমিন (১৭) সুপারি ছিড়তে গাছে উঠতে গেলে বিদ্যুৎ সংযোগের সাথে বিদ্যুৎ স্পৃষ্ট হলে সে গাছ থেকে পড়ে ঘটনাস্থলে মারা যায় বলে জানা গেছে।
টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) আব্দুর রাজ্জাক বলেন,উপজেলার সাবরাং ও হ্নীলা এলাকার পৃথক দু'টি ঘটনায় দুই মৃত যুবকের মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। পরবর্তীতে আইনি কার্যক্রম শেষে পরিবারের নিকট তাদের হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত