হেলাল উদ্দিন, টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের বাহারছড়া পাহাড়ি এলাকা থেকে মাহমুদুল হক (২৮) নামের এক যুবককে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে।
রবিবার ৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অপহৃত হওয়া যুবকের পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। এর আগে শনিবার সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া পাহাড় থেকে যুবককে অপহরণ করা হয়েছে। অপহৃত মাহমুদুল হক উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া গ্রামের আলী আহমদের ছেলে।
বাহারছড়া ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন খোকন বলেন, ‘আমার ইউনিয়নের বাসিন্দা মাহমুদুল হক নামে এক যুবক অস্ত্রের মুখে অপহরণ হওয়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করা হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ এসব তথ্য নিশ্চিত করে বলেন, অপহৃত যুবককে উদ্ধার করতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত