টেকনাফের ওসি প্রদীপসহ ৩ জন ৭ দিনের রিমান্ডে

18

মেজর (অব.) সিনহা হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া টেকনাফের সাবেক ওসি প্রদীপ ও বাহাড়ছড়া পুলিশ ফাঁড়ির আইসি লিয়াকত এবং এসআই নন্দলাল রক্ষিতকে ৭ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার রাতে র‌্যাবের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাকিদের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।

বাদীপক্ষের প্রধান আইনজীবী মোহাম্মদ মোস্তফা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এর আগে মেজর (অব.) সিনহা মোঃ রাশেদ খান হত্যার ঘটনায় বুধবার দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন মেজর সিনহার বড়বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। মামলাটির শুনানিতে সন্তুষ্ট হয়ে তা ‘ট্রিট ফর এফআইআর’ হিসেবে আমলে নিতে টেকনাফ থানাকে আদেশ দেন আদালতের বিচারক। আদালতের নির্দেশে টেকনাফ থানায় বুধবার রাত সাড়ে ১০টার দিকে মামলাটি রুজু হয়। দণ্ডবিধি ৩০২, ২০১ ও ৩৪ জামিন অযোগ্য ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়। মামলা নম্বর সিআর: ৯৪/২০২০ইং/টেকনাফ।

এছাড়া মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় র‌্যাবকে। সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য র‌্যাবকে নির্দেশ দেন আদালত। তদন্তের অংশ হিসেবে আসামী রিমান্ড আবেদন করা হলে আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।