দিনাজপুরের ঘোড়াঘাটে টিকটকের অন্তরালে স্কুল ও মাদ্রসার শিক্ষার্থীদের দিয়ে ‘সমকামী ভিডিও’ তৈরির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত মোবাইল থেকে সমকামী ভিডিওসহ শতাধিক অ্যাডাল্ট ভিডিও জব্দ করা হয়েছে।
বুধবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ঘোড়াঘাট থানা কমপ্লেক্সে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই তথ্য জানায় পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- ঘোড়াঘাট পৌর এলাকার কালিতলা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মোতাহার হোসেন (৩২) এবং মরিচপাড়া গ্রামের ওহিদুল ইসলামের ছেলে মেজবা মিয়া (২৭)।
ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) আ.ন.ম.নিয়ামত উল্লাহ্ জানান, ভুক্তভোগী এক শিক্ষার্থীর অভিভাবকের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২ জুলাই) গভীর রাতে অভিযান চালিয়ে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মেজবা নিয়মিত টিকটক বানান এবং মোতাহার রিকশাচালক। তবে তাদের দু’জনের মূল পেশা সমকামী ভিডিও তৈরি করা। স্কুল ও মাদ্রাসাপড়ুয়া শিক্ষার্থীদের টার্গেট করে টাকার প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে সমকামী ভিডিও তৈরি করে আসছিলেন তারা। নিজেরাও সরাসরি তৈরি করতেন এমন কুরুচিপূর্ণ ভিডিও।
ভুক্তভোগী এক কিশোরের মা বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেন। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে দুই আসামিকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তারকৃত দু’জনের দেওয়া তথ্য অনুযায়ী আমরা এর সঙ্গে আরও কয়েকজনের জড়িত থাকার তথ্য পেয়েছি। তাদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। গ্রেপ্তার দু’জন মূলত স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের টার্গেট করতো।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ জানান, তারা দু’জনেই যোগসাজশ করে স্কুল, মাদ্রাসা ও কলেজপড়ুয়া শিক্ষার্থীদের টাকার প্রলোভন দেখিয়ে সমকামী ভিডিও তৈরি করতে বাধ্য করতেন। ভিডিও ধারণ শেষে আরও ভিডিও তৈরি করতে চাপ প্রয়োগ করতো তারা। এতে অস্বীকৃতি জানালে, তারা ভিডিও ভাইরাল করে দেওয়ারও হুমকি দিতো। তাদের মুঠোফোনে আমরা বেশ কিছু সমকামী ভিডিও পেয়েছি, যা অত্যন্ত কুরুচিপূর্ণ।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত