দুর্নীতির সূচকে বাংলাদেশের দুই ধাপ অবনতির বিষয়ে টিআইবি’র দেয়া প্রতিবেদনে পদ্ধতিগত ভুল থাকতে পারে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার বিকেলে মিন্টো রোডে নিজের বাসভবনে সংবাদ সম্মেলন করেন তথ্যমন্ত্রী।
এসময় তিনি বলেন, পাকিস্তানের চেয়ে বাংলাদেশে দুর্নীতি বেশি এমন প্রতিবেদন বিভ্রান্তিকর। টিআইবি’র এ প্রতিবেদন মনগড়া।
দুর্নীতিতে বাংলাদেশের সত্যিই অধঃপতন হয়েছে নাকি টিআইবির প্রতিবেদনে পদ্ধতিগতভাবে ঐচ্ছিক অবনতি হয়েছে সেটি খতিয়ে দেখারও পরামর্শ দিয়েছেন হাছান মাহমুদ।
তিনি বলেন, বিদেশি অর্থদাতাদের স্বার্থ রক্ষায় তাদের পক্ষে টিআইবি’র রিপোর্ট প্রকাশের সুযোগ রয়েছে।