দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মাটির ঘরের দেয়াল ধসে দুই শিশুসহ একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে।
রোববার ভোরে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
দেয়াল ধসে মৃতরা হলেন- স্বপন (৩০), তার স্ত্রী ফারজানা (২৫) এবং তাদের দুই শিশুপুত্র হোসাইন (৭) ও হাসিবুর (৫)।
পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, রাতে ঘুমন্ত অবস্থায় ঘরের মাটির দেয়ালের একাংশ ধসে পড়ে ওই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, গত বেশ কয়েক দিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে মাটির দেয়াল দুর্বল হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।