টাঙ্গাইল প্রতিনিধি :
আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে আলাদা তিনটি মামলায় ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে টাঙ্গাইলের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত ও আহতসহ বিভিন্ন নৈরাজ্যের কারণে টাঙ্গাইল সদর, মধুপুর ও মির্জাপুর থানায় করা আলাদা তিনটি মামলায় এই রিমান্ড মঞ্জুর করে আদালত।
গত ৫ আগষ্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পূর্বে ছাত্রলীগ ও আওয়ামীলীগসহ তাদের বিভিন্ন সংগঠন দেশে নৈরাজ্য সৃষ্টিসহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা ও ছাত্র হত্যার অপরাধে ওই তিন থানায় তাকে প্রধান আসামি করে আলাদা তিনটি মামলা হয়। ওই সকল মামলায় তাকে আদালতে হাজির করা হলে এ রিমান্ড মঞ্জুর করেন আদালত।
১১ নভেম্বর বিকেল ৩ টায় অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট আদালতে ড. রাজ্জাককে হাজির করে ৭ দিনের রিমান্ড চাইলে ম্যাজিস্ট্যাট তিন মামলায় ৫ দিন করে মোট ১৫ দিন রিমান্ড মঞ্জুর করেন। এ সময় প্রতিটি থানাতেই তাকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়া হয়।
পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম রিপন জানান, আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে ৫ দিন করে তিন মামলায় মোট ১৫ রিমান্ড মঞ্জুর করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত