টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান আনসারীকে গ্রেফতার করেছে পুলিশ। সে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ।
জানাযায়,বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকাল ৪টায় পার্শ্ববর্তী গাজীপুর জেলার ছায়াবিথি এলাকা থেকে তাকে গোয়েন্দা পুলিশের সয়ায়তায় গ্রেপ্তার করা হয়েছে ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপরে আঘাত করার অপরাধে গত ৩১ আগস্ট টাঙ্গাইল সদর থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
জেলা পুলিশের একটি সূত্র থেকে জানাযায়,শুক্রবার (১১ অক্টোবর) টাঙ্গাইল আদালতের মাধ্যমে তার ৩ দিনের রিমান্ডে চাওয়া হবে বলে জানিয়েছে জেলা পুলিশের একটি সূত্র।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত