টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলে স্বাধীনতার ৫৩ বছর উদযাপন উপলক্ষে মহান বিজয় দিবসকে ঘিরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।
১৬ ডিসেম্বর সোমবার সকাল ৬ টা ২৫ মিনিটে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ৩১ বার তোপধ্বনির মাধ্য দিয়ে শহীদ স্মৃতিস্তম্ভে শহীদ হওয়া বীরদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
প্রথমে রাষ্ট্রের পক্ষ থেকে জেলা প্রশাসক শরীফা হকের শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয় । এরপর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা পরিষদ, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জনসহ জেলার বিভিন্ন দপ্তর ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য জমায়েত হয় বিভিন্ন সংগঠন।
এছাড়াও শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। শেষে শহিদ বুদ্ধিজীবী, বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত ও দেশের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত