টি২০ বিশ্বকাপে ব্যর্থ হলেও টাইগারদের পাশে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ক্রিকেটারদের পারফরম্যান্সে আমি হতাশ নই। আশাবাদী। সামনে তারা আরও ভালো করবে।
তিনি বলেন, করোনা পরিস্থিতি কাটিয়ে একটা বিশ্বকাপে অংশ নিতে পারাই বড় বিষয়। বহুদিন তারা প্র্যাকটিস করতে পারেনি। এছাড়া সবসময় ব্যাটে-বলে মিলে যাবে বিষয়টা এমনও নয়। আমাদের ছেলেরা এবার ভালো করতে পারেনি, সামনে ভালো করবে। এতে হতাশ হওয়ার কিছু নেই।
বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন হয়। যুক্তরাজ্য ও ফ্রান্স সফর সম্পর্কে অবহিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন। এসময় ক্রিকেটারদের ব্যর্থতায় হতাশার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর মতামত জানতে চান এটিএন নিউজের হেড অব নিউজ প্রভাষ আমিন।
এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী বল ঠেলে দিলেন সাংবাদিকদের কোর্টে। রীতিমত যেন বোল্ড আউট। তিনি বলেন, এত হতাশ হচ্ছেন কেন? ক্রিকেটারদের পারফরম্যান্সে হতাশ হওয়ার কিছু নেই। আমি হতাশ হই না। বরং আশাবাদী। ব্যাটে-বলে সবসময় মিলে যাবে এমনটা নয়। এবার খারাপ করেছে, পরেরবার নিশ্চয়ই ভালো করবে। আমাদের সমস্যা এটাই, আমরা খুব সহজে হতাশ হই। আবার মুহূর্তেই উত্তেজিত হয়ে যাই।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত