মোমিনুর রহমান:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ০৯-১২-২০২৪ (সোমবার) বিকেল ২.০০ ঘটিকায় শহিদ তিতুমীর একাডেমির অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক মোহাম্মাদ ইজ্জত উল্লাহ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন“ইউনিয়ন আমীর ও সেক্রেটারিদের ব্যাপকভিত্তিক দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতি কাজের মাধ্যমে সংগঠনকে মজবুত করতে হবে।সকল ইউনিটকে সক্রিয় করতে হবে।সকল সেক্টরে দাওয়াতি কাজ করতে হবে।এক্ষেত্রে সমাজের প্রভাবশালী লোকদের টার্গেট করতে হবে। সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব পালনে যোগ্যতা অর্জন করতে হবে।আগামী জাতীয় নির্বাচনের জন্য অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে হবে। সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে হবে। নিজের মতকে কুরবানি করে অধিকাংশের মতকে বাস্তবায়ন করতে হবে। এ ক্ষেত্রে কোনো শৈথিল্য প্রদর্শন করা যাবে না। সীসাঢালা প্রচারীরের ন্যায় ঐক্যবদ্ধভাবে সংগঠনের সিদ্ধান্ত আঞ্জাম দিতে হবে। সংগঠনের নিঃস্বার্থ আনুগত্য করতে হবে। সংগঠনের মধ্যে জান্নাতি পরিবেশ তৈরি করতে হবে। আমাদের সকল কাজের মূল উদ্দেশ্য হল মহান রবের সন্তুষ্টি অর্জন।”
জেলা আমির হাফেজ মাওলানা মো: কামরুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা নুরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য মাওলানা দেলওয়ার হুসাইন। এ ছারাও উপস্থিত ছিলেন অফিস সম্পাদক রজ্জব আলী,উলামা বিভাগের সভাপতি হযরত মাওলানা জাকিরুল ইসলাম খান,আইন বিষয়ে সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসাইন,আইটি সম্পাদক ইন্জিনিয়ার মোসলেহ উদ্দিন, প্রচার ও মিডিয়া সম্পাদক হাফেজ তসলিম উদ্দিন এবং জেলা ও থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত