বাকৃবি প্রতিবেদক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘জলবায়ু সহনশীল কৃষি গড়ে তোলা’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১০টায় কৃষি অনুষদের সম্মেলন কক্ষে বাকৃবির এগ্রোমেটিওরোলজি বিভাগের আয়োজনে এবং কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এগ্রোমেটিওরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. আ. খ. ম. গোলাম সারওয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। এসময় উপাচার্য জলবায়ু সহনশীল কৃষি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির এবং উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রোমেটিওরোলজি বিভাগের অধ্যাপক ড. প্রশান্ত নিয়োগ। এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি অনুষদের শিক্ষক এবং এগ্রোমেটিওরোলজি বিভাগের শিক্ষার্থীরা।
ড. মো. ছোলায়মান আলী বলেন, পরিবর্তরশীল জলবায়ু মোকাবেলা করতে কৃষিকে অভিযোজন করতে হবে। বৈষ্ণিক উষ্ণায়ন, তাপদাহ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি কিংবা লবণাক্ততা জনিত সমস্যা মোকাবেলায় আবহাওয়ার পরিস্থিতি পূর্বাভাস থেকে ব্যবস্থা নিতে হবে। এর জন্য ফসল বপনের সময় আগে পরে করার পরামর্শ কৃষককে দিতে হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত