চাঁপাইনবাবগঞ্জ ও শরীয়তপুরে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের নতুন ডিসি হয়েছেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের উপসচিব মো. মঞ্জুরুল হাফিজ। অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. পারভেজ হাসানকে শরীয়তপুরের ডিসি নিয়োগ দেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের ডিসি হিসেবে দায়িত্ব চালিয়ে আসা উপসচিব এ জেড এম নুরুল হককে বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি উন্নয়ন ব্যুরোর পরিচালক করা হয়েছে।
শরীয়তপুরের ডিসি কাজী আবু তাহেরকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
ডিসি জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনা বিষয়গুলো দেখেন।
এছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি এবং চলমান উন্নয়নমূলক কাজে তদারকি করেন ডিসি।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত