চাঁদা না দেয়ায় কৃষককে কুপিয়ে জখম

পটুয়াখালীর বাউফলে এক তরমুজ চাষীকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি স্থানীয় জাহিদ ও জামাল গাজী নামের দুই ভাই তরমুজ ক্ষেতে চাঁদা না দেয়ার কারণে তাকে(চাষী) কুপিয়ে ও পিটিয়ে আহত করে। গতকাল সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামের তরমুজ ক্ষেতে ওই ঘটনা ঘটে। এ ঘটনা আজ মঙ্গলবার সকালে লিখিত অভিযোগ করেন আহতের স্ত্রী হোসনে আরা বেগম(৩০)।

অভিযোগে বলা হয়, চাষী বাচ্ছু মীর(৪৫) ও তার ভাই জুয়েল মীর(৩৫) ভরিপাশা চরে কিছু জমিতে তরমুজ চাষ করে আসছিলেন। উক্ত চাষীর কাছে একই এলাকার জাহিদ ও জামাল গাজি নামের দুই ভাই চাঁদা দাবি করেন। গত ১৯মার্চ দাবিকৃত চাঁদা বাবদ ৫০হাজার টাকা পরিশোধ করেন। ২৩মার্চ ক্ষেতে তরমুজ কাটতে গেলে আরও ৯লাখ টাকা চাঁদা দাবি করেন। বিকালে চাষি ফসল কাটতে গেলে উল্লেখিত জাহিদ ও জামালসহ ৫/৬জনের একটি দল চাষীদের উপর হামলা করেন। এতে রক্তাক্ত জখম হন বাচ্ছু মীর। পরে তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় মঙ্গলবার সকাল ১০টার দিকে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়।

এবিষয়ে জাহিদ গাজি বলেন, ৫আগষ্টের আগে এরা এলাকায় ব্যাপক অন্যায় অত্যাচার করেছে। এখনও করতে চায়। আমি গরু ঘরে তুলতে চরে গেলে বাচ্ছু ও তার লোকজন নিয়ে আমার উপর চড়াও হয়। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। আমরাও আহত হই।

এবিষয়ে বাউফল থানার উপপরিদর্শক মো. মশিউর রহমান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল তদন্ত করে সত্যতা পেয়েছি। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।