পেয়ার ইসলাম নূরউদ্দিন ,ভোলা:
ভোলার চরফ্যাশনে বয়লার মেশিন বিস্ফোরণ হয়ে মো. আল-আমীন (৩৫) নামের এক কারিগর নিহত হয়েছেন। এ ঘটনায় মনির মুন্সি (৪৫) এবং ফিরোজ (২৫) নামের আরো ২ কারিগর আহত হয়েছেন।
শুক্রবার (১৫ নভেম্বর) ভোররাতে চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত মুন্নী রাইসমিলে এ ঘটনা ঘটে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আল-আমীন ওই ইউনিয়নের চর আফজাল গ্রামের মৃত জলিল মাঝির ছেলে এবং আহত মনির মুন্সি ও ফিরোজ একই গ্রামের শাহজাহান মুন্সি এবং জলিল মাঝির ছেলে। এদের মধ্যে মনির মুন্সি রাইসমিলটির মালিক এবং আহত ফিরোজ নিহত আল-আমীনের বড় ভাই। তারা দুই ভাই ওই মিলের কারিগর।
প্রত্যক্ষদর্শীরা প্রিয় দেশকে জানান, শুক্রবার সারারাত নিহত আল-আমীন এবং আহত ফিরোজসহ মিলটির মালিক মনির মুন্সি কারখানাটিতে কাজ করছিলেন। হঠাৎ করে ভোররাতের দিকে মিলটিতে আগুন লেগে যায়। এসময় বয়লার মেশিন বিস্ফোরণ হয়ে ঘটনাস্থলেই আল-আমীনের মৃত্যু হয়। আহত অবস্থায় ফিরোজ এবং মনিরকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ফিরোজকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) হাসপাতালে রেফার করেন।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ঘটনাটি শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত