মোঃ রিয়াজ উদ্দিন চট্টগ্রাম ব্যুরো
বন্দর নগরী চট্টগ্রামের সদরঘাট থানাধীন মাঝিরঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদরঘাট থানার উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সদরঘাট থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা: শাহাদাত হোসেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক মোহাম্মদ এরশাদ উল্লাহ, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের এ,এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এস, এম সাইফুল আলম, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার।
এছাড়াও এ শ্রমিক সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ডবল মুরিং থানার সভাপতি ও সম্ভব্য চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সভাপতি পদপ্রার্থী মো: নজরুল ইসলাম মিয়াজী, মহানগর শ্রমিক দলের সম্ভব্য সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী মাষ্টার শফিকুল ইসলাম, শ্রমিক দলের ডবল মুরিং থানা কমিটির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক (তপন), সদরঘাট থানা শ্রমিক দলের সভাপতি মো: সেলিম, সহ-সাধারণ সম্পাদক মো: মোশাররফ হোসেন, মহানগর শ্রমিক দলের সম্ভব্য সহ-সভাপতি, পাহাড়তলী থানা শ্রমিক দলের সম্ভব্য সহ-সভাপতি, জাকির হোসেন মিন্টু, মো: সরোয়ার,মো: বাবুল, নাজমুল হুদা, সোহেল আলম, মো: জসিম উদ্দিন (বিদুৎ), মো: মাসুদ, মো: আব্দুর রব,মো: শফিক, মো: আনোয়ার ড্রাইভার, মো: শাহবুদ্দিন, মো: খোকন, মো: নাছির, মো: শাজাহান, মো:তারেক, আব্দুর রহমানসহ চট্টগ্রাম মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে মো: নজরুল ইসলাম মিয়াজীর নেতৃত্বে নগরীর বারিক বিল্ডিং থেকে বিশাল একটি মিছিল নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে মিছিলটি শেষ হয়।