আলকামা সিকদার, টাঙ্গাইল :
সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারা দেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে রবিবার (৮ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের ঘাটাইলে কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘি ইউনিয়নের সাগরদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাগরদিঘি ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ নূরুল ইসলাম’র সভাপতিত্বে ও সাগরদিঘি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: আজিজুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এস এম ওবায়দুল হক নাসির। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গত ফ্যাসিষ্ট সরকার আমাদের যে অত্যাচার জুলুম চালিয়ে দেশ শাসন করেছেন এই বাংলার মাটিতে তাদেরকে আর কোন জুলুম অত্যাচার করার স্বপ্ন দেখতে দেয়া হবেনা। তাই আমরা আগামীতে আপনাদেরকে সাথে নিয়ে একটি স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে চাই। যার মাধ্যমে আগামীর বাংলাদেশ পৃথিবীর বুকে একটি রোল মডেল হিসেবে স্থান করে নিতে পারে।
উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা কৃষকদলের সভাপতি ও কৃষক দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খাঁন, ভিপি শামীমুর রহমান শামীম, উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক সানা, সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ করিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল,উপজেলা কৃষক দলের আহবায়ক শুকুর মামুদ,উপজেলা যুদলের আহবায়ক আবদুল্লাহ আল মামুন বুলবুল, পৌর যুবদলের সভাপতি টিটো মিয়া,সাধারণ সম্পাদক পারভেজ হোসেনসহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতাকর্মী। প্রধা বক্তা তার বক্তব্যের মাঝে কৃষকদের বিভিন্ন প্রশ্ন গ্রহন করেন দিপু হায়দার খান।