ঢাকায় মডেল পিয়াসা, মডেল মৌ এবং নায়িকা একাকে গ্রেফতার করা হয়েছে বিভিন্ন অভিযোগে। পিয়াসা ও মৌ এর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। ডিজে এবং মাদক পার্টিতে তারা ধনীর দুলালদের ডেকে এনে ব্ল্যাকমেইল করত বলে দাবি পুলিশের। এতে করে ইমেজ সংকটে পড়ে প্রকৃত শিল্পীরা। এর জেরে অভিনয় শিল্পী সংঘ মিডিয়ায় যাকে তাকে মডেল ও নায়িকা লেখার বিরোধিতা করে বিবৃতি দেয়।
অন্যদিকে নায়িকা একা গৃহকর্মী নির্যাতনের অভিযোগে আটক হন। তিনি মাদক সেবনের ফলে মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন বলে জানা যায়।
এসব বিষয়ে কথা হয়েছে প্রযোজক নেতা এবং জাজ মাল্টিমিডিয়ার সিইও মোহাম্মদ আলিমুল্লাহ খোকন এর সাথে। তিনি বলেন, গ্রেফতারদের নায়িকা কিংবা মডেল বলাটা ভুল না। তবে এর বিপরীত চিত্রও রয়েছে। একদিন এফডিসিতে ঢুকেও অনেকেই নায়িকা কিংবা প্রযোজক পরিচয় দেন। এদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।
‘এছাড়া যে কেউ ব্যক্তিগত জীবনে অপরাধ করলে তার দায়ভার চলচ্চিত্রের লোকজন কেন নেবে? এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা গ্রহণ করতে পারে। কে কী করছে সেটাও প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী নজরদারি করতে পারে’, বলেন এই প্রযোজক নেতা।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত