আনোয়ার হোসেন, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির গুইমারা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে এলাকার অসহায় মানুষের জন্য চালু হলো জনতার বাজার।
গুইমারা উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্মিত জনতার বাজার গুইমারা বাজারের পুলিশ বক্স সংলগ্ন এলাকায় নির্মাণ করা হয়েছে।
বুধবার ২০শে নভেম্বর জনতার বাজারের উদ্বোধন করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আকতার।
জনতার বাজারে সূলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় করা হবে বলে জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এতে চাল, ডাল, সয়াবিন তেল, আলু ও পেয়াজ-রসুন থেকে শুরু করে সকল প্রকার নিত্য প্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে। উক্ত জনতার বাজার সকলের জন্য উন্মুক্ত বলেও জানায় তারা।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত