আনোয়ার হোসেন: গুইমারাতে চারশত পঞ্চাশ পরিবারের মানুষের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
৩ এপ্রিল বুধবার সকাল ১০টায় শহীদ লে. মুশফিক উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র ঈদ উল ফিতর ্পলক্ষে ২৪ আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়নের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, আলু, পিয়াজ, চিনি, তৈল, লবন, সেমাই, গুড়ো দুধ বিতরন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার হিসেবে বিতরণ করেন, ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারোইসুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, বিএম, গুইমারা রিজিয়ন, গুইমারা উপজেলা জেলা চেয়ারম্যান মেমং মারমা, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীসহ গুইমারা রিজিয়নের সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানান। পার্বত্য অঞ্চলের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য জনসাধারণকে আহবান জানান। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে প্রচেষ্টা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত