ক্যাসিনোর মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে চলমান অনুসন্ধান থেমে থাকবে না বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
এছাড়া দুদকের ভেতরে অনিয়ম-দুর্নীতি থাকলে সেটিও তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার রাজধানীর সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ে অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান।
এসময় দুদকের কার্যক্রমে কারও প্রভাব নেই উল্লেখ করে তিনি জানান: সংস্থা কারও নির্দেশনায় চলে না।
ইকবাল মাহমুদ বলেন: সকল পর্যায়ের দুর্নীতি ধরতে তৎপর রয়েছে সংস্থাটি। দুর্নীতিকে প্রতিরোধ করতে হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত