দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ৩৪৬২ জন। বাংলাদেশে প্রথম রোগী শনাক্তের পর সাড়ে তিনমাসে করোনাভাইরাসে মোট আক্রান্ত হলো ১ লাখ ২২ হাজার ৬৬০ জন।মৃত্যু হয়েছে ৩৭ জনের।এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১৫৮২ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ২৮জন আর নারী নয় জন। বয়সের হিসাবে ৫১ থেকে ৮০ বছরের ব্যক্তি বেশি। হাসপাতালে মারা গেছেন ৩৪ জন আর বাড়িতে তিনজন। বাংলাদেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয় আটই মার্চ। তবে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ই মার্চ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৩১ জন এবং মোট সুস্থ হয়েছেন ৪৯,৬৬৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০.৪৯ শতাংশ।১৬,৪৩৩টি নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া গেছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ লাখ ৬০ হাজার ৪৪৪টি । নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২১.০৭ শতাংশ।
দৈনিক স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।তিনি জানান, করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে।
করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে ২৬শে মার্চ থেকে ৩০শে মে পর্যন্ত বাংলাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। এরপর সবকিছু চালু করা হলেও এলাকাভিত্তিক লকডাউন চালুর পরিকল্পনা করছে সরকার।
জনস হপকিন্স ইউনিভার্সিটি এন্ড মেডিসিনের তথ্য অনুযায়ী, এই পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ৯২ লাখ ৬৪ হাজার ৫৬৯ জন। এই ভাইরাসে সংক্রমিত হয়ে বিশ্বে মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৭ হাজার ৬০১ জন।
রেড জোন দশটি জেলায় সংক্রমণ :মুন্সীগঞ্জ ১৭৭৬।মাদারীপুর ৬০৮।বগুড়া ২৩৩০।কুমিল্লা২৬২৮।হবিগঞ্জ ২৭৬। নারায়ণগঞ্জ ৪৭০০।মৌলভীবাজার ২৬৫।চুয়াডাঙ্গা১৮০।যশোর ৩৪৮।চট্টগ্রাম ৬৪৮০।
ব্রিটেনে কোভিড-১৯য়ে গুরুতর আক্রান্ত হয়ে সেরে উঠেছে, এমন হাজার হাজার মানুষকে হাসপাতালে যাবার পরামর্শ দেয়া হচ্ছে, তাদের ফুসফুস চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য।
ব্রিটেনে চিকিৎসকরা বলেছেন, যারা করোনাভাইরাসে গুরুতরভাবে আক্রান্ত হয়েছিলেন, তারা আশংকা করছেন, তাদের একটা বড় অংশের ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে, যাকে বলা হয় পালমোনারি ফাইব্রোসিস। ফুসফুসের এই ক্ষতি থেকে সেরে ওঠা যায় না, এবং এর উপসর্গগুলো হল মারাত্মক শ্বাসকষ্ট, কাশি এবং ক্লান্তিবোধ।
ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার অধীনে সেরে ওঠা রোগীদের বিশেষজ্ঞ পরামর্শ দেয়ার ও পুর্নবাসনের জন্য কেন্দ্র খোলা হয়েছে।ইংল্যান্ডের একজন ট্যাক্সিচালক, কোভিডে আক্রান্ত হবার পর যার অবস্থার অবনতি হয় এবং ১৩দিন ভেন্টিলেটারে থাকাসহ প্রায় চার সপ্তাহ যাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়, তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবার পর এরকম একটি পুর্নবাসন কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন আরও দুই সপ্তাহ।
সেরে ওঠার ছয় সপ্তাহ পর এপ্রিলের মাঝামাঝি বাসায় ফিরে অ্যান্টনি ম্যাকহিউ এখনও সিঁড়ি ভাঙতে বা ছোটখাট সহজ কাজ করতে গিয়ে হাঁপিয়ে পড়ছেন। নিচু হতে গিয়েও তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে।
ভারত:
ভারতে মোট রোগী শনাক্ত হয়েছে সাড়ে চার লাখের ওপর। ভাইরাস বহন করছেন ১ লাখ ৮৩ হাজারের মতো রোগী। সুস্থ হয়ে গেছেন ২ লাখ ৫৮ হাজারের মতো রোগী। ১৪৪৭৬ জন মারা গেছেন এখন পর্যন্ত।
পশ্চিমবঙ্গে এমএলএ কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন।৬৪ বছর বয়সী তমোনাশ ঘোষ মারা গেছেন পশ্চিম বঙ্গের একটি হাসপাতালে।গত মাসে তিনি কোভিড-১৯ পজিটিভ হন। ফলতা থেকে টানা তিনবার নির্বাচনে জেতেন পশ্চিম বঙ্গের এই তৃণমূল নেতা।মমতা ব্যানার্জী এই ঘটনায় শোক জানিয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত