গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগের নমুনা পরীক্ষা কমেছে, শনাক্ত কমেছে, কমেছে মৃত্যুর সংখ্যাও। নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৫৪৮ জন, মৃত্যু হয়েছে ৩৫ জনের।
নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানিয়েছে যে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২,০২৭টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১০,৯১,০৩৪টি। বাংলাদেশে করোনাভাইরাস শনাক্তের লক্ষ্যে প্রথমবারের মতো নমুনা পরীক্ষা শুরু হয় গত ২১শে জানুয়ারি।
নতুন করে ২,৫৪৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ২,১৮,৬৫৮ জন। এই সময়ের মধ্যে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৫ জন। এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মোট ২,৮৩৬ জনের মৃত্যু হল। আর কোভিড-১৯ রোগে মৃত্যুর কথা প্রথম ঘোষণা করা হয় ১৮ই মার্চ। সুস্থ হয়েছেন ১,৭৬৮ জন, এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১,২০,৯৭৬ জন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত