কোভিড ১৯ আপডেট: বাংলাদেশ ও বিশ্ব পরিস্থিতি

নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,০২৭ জন, মৃত্যু হয়েছে ৫৫ জনের। বিশ্বে এখন পর্যন্ত ১ কোটি ১৪ লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে, বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৫ লাখ ৩৭ হাজার ছাড়ালো

বাংলাদেশ

নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানিয়েছে যে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,০২৭ জন। মোট শনাক্ত হওয়া করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬৮,৬৪৫ জনে। ২৪ ঘণ্টায় ১৩,১৭৩টি নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া গেছে।

বাংলাদেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ৮৭৩,৪৮০টি নমুনা। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৪৯ জন পুরুষ এবং ছয় জন নারী।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫৫  জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে এই রোগে মোট ২,১৫১ জনের মৃত্যু হলো।

আর এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১,৯৫৩ জন। ফলে মোট সুস্থ হওয়াদের সংখ্যা দাঁড়ালো ৭৮,১০২ জনে।

এদিকে বিশ্বে এখন পর্যন্ত ১ কোটি ১৪ লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে, বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৫ লাখ ৩৭ হাজার ছাড়ালো

চীন

চীনে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোটি শিক্ষার্থী

করোনাভাইরাস মহামারির মধ্যে চীনে এক কোটি ১০ লক্ষ শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। দু’দিন ধরে কঠিন প্রতিযোগিতামূলক এই পরীক্ষা চলবে। মহামারির জন্য এই পরীক্ষা এক মাস পিছিয়ে দেয়া হয়েছিল।চীনা ভাষায় এই পরীক্ষার নাম ‘গাওকাও’।

চলতি বছর এই পরীক্ষা আগের চেয়েও কঠিন হবে বলে মনে করা হচ্ছে। কারণ করোনাভাইরাস মহামারির জন্য বছরের শুরু থেকে স্কুল-কলেজ বন্ধ ছিল।

চীনা সাইকিয়াট্রিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য ইয়ে মিনজি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, পরীক্ষার্থীদের ওপর মানসিক চাপও এবার বেশি হবে কারণ এরা দীর্ঘদিন ধরে ঘরের মধ্যে আটক ছিলেন।

সে দেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, পরীক্ষার সময় সব পরীক্ষার্থী এবং মনিটরকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। এজন্য অতিরিক্ত ক্লাসরুমের ব্যবস্থা করা হয়েছে।পরীক্ষার হলে ঢোকার আগে সব ছাত্রের স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলেও খবরে বলা হয়েছে।

যুক্তরাজ্য

‘কেয়ার হোম’ নিয়ে মন্তব্য করে বিপাকে বরিস জনসন

“অনেক কেয়ার হোমই যথাযথ নিয়ম মেনে চলেনি,” এমন একটি মন্তব্য করে বিপাকে পড়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।সমাজে কেয়ার হোমের একটা সংস্কার প্রয়োজন এমন দাবি তোলেন ন্যাশনাল হেলথ সার্ভিসের প্রধান।

মি: জনসন বলেন, এই একটা বিভাগে অর্থ ঢালার প্রয়োজন আছে কিন্তু সেটা যথাযথ উপায়ে করতে হবে।কমিউনিটি ইন্টেগ্রেটেড কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক অ্যাডামস বলেন প্রধানমন্ত্রীর বক্তব্য কাপুরুষোচিত।

ইংল্যান্ডে বেশ কিছু পাব খোলার পর আবারো বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। এর কারণ সেখানে যারা পান করেছেন তাদের মধ্যে কেউ কেউ কোভিড-১৯ পজিটিভ বলে শনাক্ত হয়েছেন। পুরো ইংল্যান্ডজুড়ে হাজারো বার ও পাব বন্ধ ছিল প্রায় ৩ মাস।চৌঠা জুলাই এগুলো খুলে দেয়ার পর মানুষের হিড়িক পড়ে যায়। কোনো কোনো শহরে সামাজিক দূরত্ব মেনে চলা সম্ভব হয়নি। পাব কর্তৃপক্ষ ফেসবুকের মাধ্যমে বন্ধ ঘোষণা করেন।

যুক্তরাষ্ট্র

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেব অনুযায়ী যুক্তরাষ্ট্রে ১ লাখ ৩০ হাজার ২৮৪ জন মারা গেছেন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে।এটা ব্রাজিলের মোট মৃত্যুর প্রায় দ্বিগুণ। ব্রাজিলে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ কোভিডে আক্রান্ত ও মৃত্যু হয়েছে।যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ৩২৮ মিলিয়ন।যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর যুক্তরাজ্য ও ইতালি আছে তিন ও চার নম্বরে।

এদিকে যেসব আন্তর্জাতিক শিক্ষার্থীরা এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাদের প্রতিষ্ঠান যদি অনলাইন ক্লাস নেয়ার সিদ্ধান্ত নেয় তবে সেসব ছাত্রদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইমিগ্রেশন ও কাস্টমস বিভাগ। হাজারো বিদেশী ছাত্রদের ওপর এর প্রভাব পড়তে যাচ্ছে। কিছু বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ অনলাইন ক্লাসের দিকে ঝুঁকে যাওয়ার পর এই সিদ্ধান্ত এসেছে।

হার্ভার্ডে সব ক্লাস হবে অনলাইনে। এমনকি যারা ক্যাম্পাসে থাকেন তাদেরও। এ কারণে তাদের যুক্তরাষ্ট্রে থাকাটা এখন আর প্রয়োজনীয় কিছু নয়।

আফ্রিকা

আফ্রিকায় কত দ্রুত বাড়ছে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা

আফ্রিকায় দ্রুতই বাড়ছে কোভিড-১৯ আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটি নিশ্চিত করেছে।বিশ্বের মোট শনাক্তের তুলনায় আফ্রিকায় সংখ্যাটা কম।

আফ্রিকায় মোট শনাক্ত ১ লাখ হতে সময় নিয়েছে ১০০ দিন। ২ লাখে পৌঁছাতে এরপর সময় নিয়েছে মাত্র ১৮ দিন। পরের বিশ দিনে এটা চার লাখে পৌঁছায়। অর্থাৎ আরো দ্বিগুণ হয়ে যায়।

আফ্রিকার দেশগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকাই সংক্রমণের দিক থেকে সবার ওপরে। প্রায় ২ লাখ মানুষ এই দেশে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।মিশর এর পরেই আছে। যেখানে প্রায় ৭৫ হাজারের মতো মানুষ আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।নাইজেরিয়া ও ঘানাতেও বিশ হাজারের বেশি রোগী পাওয়া গেছে।

নিউজিল্যান্ড

নিজেদের নাগরিকদেরই ঢুকতে বাধা নিউজিল্যান্ডে

বিভিন্ন দেশে নিউজিল্যান্ডের নাগরিক যারা থাকেন তারা সেসব দেশ থেকে নিউজিল্যান্ডে ঢোকার চেষ্টা করলে আজ থেকে আরো তিন সপ্তাহের মধ্যে সেটা করতে পারবেন না। এর কারণ হিসেবে দেশটির সরকার সীমিত কোয়ারেন্টিন সুবিধার কথা বলে।

গত ৬৭ দিনে কমিউনিটি পর্যায়ে কোনো নতুন রোগী ধরা পড়েনি।কিন্তু ২২ জন রোগী বাইরে থেকে এসেছেন, তারা সবাই এমন কোনো দেশ থেকে নিউজিল্যান্ড আসছেন যেখানে করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে।প্রায় ৬ হাজার লোক এখন পর্যন্ত কোয়ারেন্টিনে আছেন। এবং আগেই টিকিট নিশ্চিত করা ৩ হাজার ৫০০ লোক এই সপ্তাহে ঢুকবেন।

ভারত

সংক্রমণে রাশিয়াকে টপকে বিশ্বে তৃতীয় ভারত

করোনা আক্রান্ত দেশগুলির তালিকায় তৃতীয় স্থানে উঠে এল ভারত। পিছনে ফেলল রাশিয়াকে। ফ্রান্স, ইটালি, ব্রিটেনের মতো দেশকে পিছনে ফেলে অনেক দিন ধরেই চতুর্থ স্থানে ছিল ভারত। কিন্তু সাম্প্রতিক কালে দ্রুত গতিতে দেশে সংক্রমণ বৃদ্ধির জেরে ভারত পিছনে ফেলল রাশিয়াকে। জন্স হপকিন্সের তথ্য অনুসারে, রাশিয়ায় মোট আক্রান্ত ছ’লক্ষ ৮০ হাজার। গত ২৪ ঘণ্টায় প্রায় ২৫ হাজার বেড়ে ভারতে মোট আক্রান্ত এখন সাত লক্ষ ছুঁইছুঁই। মোট করোনা আক্রান্তের নিরিখে বিশ্বের প্রথম স্থানে আমেরিকা। সেখানে আক্রান্ত ২৮ লক্ষেরও বেশি। ১৬ লক্ষের বেশি সংমক্রণ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল।

ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যাটা রোজ দিন বেড়েই চলেছে। ২০-২২ হাজারের গণ্ডি ছাড়িয়ে রোজ নতুন করে আক্রান্ত হওয়ার সংখ্যাটা ২৪-২৫ হাজার ছুঁয়ে ফেলেছে। যার জেরে দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিডে মোট আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ২৪৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ছ’লক্ষ ৯৭ হাজার ৪১৩ জন।

আক্রান্ত বৃদ্ধির পাশাপাশি দেশে বাড়ছে করোনার জেরে মৃত্যুও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪২৫ জনের প্রাণ কেড়েছে করোনা। এ নিয়ে দেশে মোট মৃত্যু হল ১৯ হাজার ৬৯৩ জনের।

দিল্লিতে করোনাভাইরাসের জরুরি ওষুধ কালোবাজরে বিক্রি হচ্ছে

এদিকে বিবিসির এক তদন্তে জানা যাচ্ছে, ভাইরাস-রোধী রেমডিসিভির এবং টসিলিজুমাব-এর চাহিদা এতটাই বেড়ে গেছে যে সেগুলো এখন আর খোলা বাজারে পাওয়া যাচ্ছে না। বিবিসি অভিনব শর্মা নামে একজনের সাথে কথা বলেছেন যার চাচা করোনাভাইরাসে আক্রান্ত।

তারা অবস্থা খারাপ হওয়ার পর ডাক্তার শেষ চেষ্টা হিসেবে রেমডিসিভির ব্যবহার করার পরামর্শ দেন। কিন্তু সেটা খোলা বাজারে পাওয়া এতটাই কঠিন যে শেষ পর্যন্ত সাতগুণ দাম দিয়ে তাকে সেটা কিনতে হয়।

রেমডিসিভির-এর সরকারি বাজার মূল্য ৫,৪০০ রুপি।কিন্তু কালোবাজারিরা এর জন্য ৩০,০০০ থেকে ৩৮,০০০ রুপি পর্যন্ত দাম হাঁকছে।