কেশবপুর বড় কাঁচাবাজার কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মাসুম বিল্লাহ, কেশবপুর প্রতিনিধি: কেশবপুর বড় কাঁচাবাজার কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে পৌরশহরের বড় কাঁচাবাজার চান্নীতে ওই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কেশবপুর বড় কাঁচাবাজার কমিটির উপদেষ্টা আলা উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস।
এছাড়াও বক্তব্য রাখেন কেশবপুর বড় কাঁচাবাজার কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শেখ আব্দুল হামিদ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির সুমন, পৌর বিএনপির ৪নং ওয়ার্ডের সভাপতি উবাইদুল হক, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল, উপজেলা যুবনেতা আলমগীর সিদ্দিক, তরিকুল ইসলামসহ কাঁচাবাজারের ব্যবসায়ীবৃন্দ।