কেশবপুরে পালাক্রমে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা 

মাসুম বিল্লাহ, কেশবপুর প্রতিনিধি:

যশোরের কেশবপুরে এক গৃহবধুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে গত ১ মার্চ শহরের আলতাপোল গ্রামে। এ ঘটনায় ধর্ষিতার স্বামী মোমরেজ শেখ বাদী হয়ে যশোর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ১ আদালতে মামলা দাখিল করেছেন। যার নং ৭৬/২৫।

মামলার আরজিতে পৌর এলাকার  আলতাপোল (খাদ্য আপনার বাবা অন্তত তুমি আমার এত খারাপ লাগে গুদামের পার্শ্বে) গ্রামের মৃত মতলেব শেখের ছেলে মোমরেজ শেখ উল্লেখ করেছেন, কেশবপুর বাজারে তার একটি ভাঙড়ীর দোকান রয়েছে এবং বাড়ির সংলগ্ন ওই ব্যাবসার গোডাউন।  মামলার ২ নং আসামী একই এলাকার মৃত শত মন্ডলের ছেলে  অরূপ কুমার মন্ডল (২৫) মোমরেজের ব্যাবসা প্রতিষ্ঠানের কর্মচারী ছিল।  সে তার স্ত্রী মনজিলা খাতুনকে বিভিন্ন প্রলোভন ও লোভ লালসা দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে। এ কারণে অরূপকে তিনি তার দোকান থেকে বের করে দেয়। এতে অরূপ কুমার ক্ষিপ্ত হয়ে একই এলাকার নির্মল মণ্ডলের ছেলে নিখিল মন্ডল(৪০), বিমল মণ্ডলের ছেলে বিশ্বজিৎ মন্ডল(৩৫),  নির্মল মন্ডলের ছেলে দিপংকর মন্ডল(৩৭), মৃত শত মন্ডলের ছেলে সম্রাট মন্ডল (৩৮) মোমরেজের বাড়িতে প্রবেশ করে তার স্ত্রী মনজিলা খাতুনের হাত মুখ বেধে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করতে থাকে। বিষয়টি মোমরেজ জানতে পারলে আসামিরা তাকে মারপিট করে হাত ও মুখ বেঁধে তার স্ত্রী মনজিলার মুখ বেঁধে অপহরণ করে দিয়ে যায়। এ সময় জমি ক্রয়ের জন্য মোমরেজের ঘরে থাকা  ৫৩ লক্ষ টাকা আসামিরা নিয়ে চলে যায়।