কেশবপুরে অভিনব কৌশলে দিনের বেলায় প্রকাশ্যে শিক্ষকের তিন লাখ টাকা ছিনতাই

মাসুম বিল্লাহ, কেশবপুর প্রতিনিধি:

কেশবপুর পৌর শহরের মেইন সড়কে অভিনব কৌশলে দিনের বেলায় প্রকারশ্যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রায়হান আল মাহমুদের তিন লাখ টাকা ছিনতাই হয়েছে।
স্থানীয় সুত্রে জানাগেছে কেশবপুর পৌর সভার বাজিতপুর গ্রামের কৃষক ও ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলামের পুত্র আলতাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রায়হান-আল-মাহমুদ বুধবার সকালে বাড়ি থেকে ব্যাংকে জমা রাখার জন্য তিন লাখ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে পৌর শহরের মেইন সড়কে সিংগার-এর শো-রুমের সামনে এসে দাঁড়ায়। ওই তিন লাখ টাকা একটি ব্যাগে মোটর সাইকেলর হ্যান্ডে ঝুলানো ছিল। এসময়ে এক ছিনতাই কারী তার মটোর সাইকেলের পার্শে কয়েকটি ১/২ টাকার নোট ছড়িয়ে দিয়ে বলে “আপনার টাকা পড়েগেছে”। এসময়ে ওই শিক্ষক তার নিজের প্যান্টের পকেটে হাত দিয়ে খুঁজতে থাকে আসলে ওই টাকা তাঁর কি-না ! এই সুযোগে ওই ছিনতাইকারী শিক্ষকের মটোর সাইকেলের হ্যান্ডে রাখা তিন লাখ টাকা রাখা ব্যাগটি নিয়ে মূহুর্তের মধ্যে চলে যায়।
এসময়ে শিক্ষক মোঃ রায়হান আল মাহমুদ দৈনিক দেশের ডাককে বলেন তিনি ওই তিন লাখ টাকা ব্যাংকে জমা রাখার জন্য বাড়ি থেকে শহরে এসে ছিলেন। এর পরে ছিনতাইকারীর কবলে পড়ে টাকা গুলো তার খোয়া গেলো।