মাসুম বিল্লাহ, কেশবপুর প্রতিনিধি :
একদল দূর্বৃত্ত কেশবপুরের সুফলাকাটি ইউপি চেয়ারম্যানের কলাগাছি বাজারের একটি গুদাম ঘর ,একটি বইয়ের দোকান ও সারুটিযা গ্রামে ভাসমান কফি হাউজ ভাংচুর ,পূর্বক লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়েছে।
১৬ নভেম্বর সন্ধায় দূবত্তরা সুফলাকাটি ইউপি চেয়রম্যান এস এম মুনজুর রহমান এর মায়িশা মৎস্য গুদাম ভাংচুর করে গুদামের মধ্য ১৮০ বস্তা খৈল,ভুষি ও মাছের খাদ্য ফিড লুট করে নিয়া যায়। লুটকৃত মালামালের মূল্য ৬ লক্ষ টাকা। মালামাল নেয়ার পর ওই গুদাম আগুন দিয়ে ভাংচুর করে এক লক্ষ টাকার ক্ষতি করছে বলে জানান গুদামের মালিক সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এসএম মুনজুর রহমান।
একই সময় উক্ত বাজারে ওয়ালিউল ইসলাম ওয়ালিদ এর ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে । এসময় বাজারে থাকা জামায়াত নেতা মাদ্রাসা শিক্ষক আবুল কাসম( ৫৫), জামায়াত নতা মফিজুর রহমান (৩২) ,ব্যবসায়ী আব্দুল আহাদ (৬০) কে মার পিট করেে আহত করে। এরপর দূর্বত্তরা সারুটিয়া গ্রামর ভাসমান কফি হাউজ ব্যপক ভাংচুর পূর্বক তাতে আগুন ধরিয়ে দেয় বলে প্রত্যক্ষ দর্শীরা জানান। ভাংচুর অগ্নিসংযোগ ও লুটপাটেের সংবাদ পেয় সেনা বাহিনী , একদল পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এ রিপার্ট লেখার সময় এলাকায় উত্তজনা বিরাজ করছে বলে এলাকাবাসী জানান।
এ ঘটনায় টিপু বিশ্বাস,শফিকুল ইসলাম টুকু,মহির উদ্দিন গাজী,রাসল গাজী,শাহীনুর বিশ্বাস,শিমুল সরদার, তহিদুল,সাইদুল সরদার,জাকির সরদার,শরিফুল ইসলাম,মাঃ ইয়াসিন,বাবলু সরদার,কামরুল মোড়ল সহ ৬০/৭০ জনের বিরুদ্বে মায়িশা মৎস্য গুদামের মালিক সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এসএম মুনজুর রহমান বাদী হয়ে কেশবপুর থানায় অভিযাগ করেন।
এদিকে কফি হাউজ ভাংচুরও লুটপাটের ঘটনায় টিপু বিশ্বাস,শফিকুল ইসলাম টুকু,মহির উদ্দিন গাজী,শাহীনুর বিশ্বাস,শিমুল সরদার,সাইদুল সরদার,জাকির সরদার,শরিফুল ইসলাম,মোহাম্মদ ইয়াসিন,বাবলু সরদার,কামরুল মোড়ল সহ ৩০/৩৫জনের বিরুদ্বে কফিহাউজের মালিক রাজিবুল ইসলাম বাদী হয়ে কেশবপুর থানায় অভিযাগ করেন ।
এব্যপারে জানতে চাইলে থানার ওসি তদন্ত খান শরিফুল ইসলাম জানান, অভিযাগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত