
গাজীপুরের ভাওয়ালের মির্জাপুর-কালিয়াকৈর সড়কের পার্শ্ববর্তী করতোয়া স্পিনিং মিলের পাশে গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৮টার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে।
এসময় ডাকাত দলের দা এর আঘাতে সজীব সরকার (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত সজীব উপজেলার গাবচালা গ্রামের মোঃ মুক্তার আলীর ছেলে। ডাকাতির সময় এলাকাবাসী সোহেল মিয়া নামে এক ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেছে। আটককৃত ডাকাত সোহেল বগুড়া জেলার শেরপুর থানার হাটগাড়ি গ্রামের আসাদুল শেখের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত সজীব ও তার পাশের বাড়ির রয়েল মিয়া দুজনে যৌথভাবে মাটির ব্যবসা করে আসছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে মাটি বিক্রির টাকা নিয়ে তারা বাড়িতে আসার সময় উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের হাটুরিয়া চালার ঢালুর নিকট করতোয়া স্পিনিং মিলের কাছে আসার সাথে সাথেই একদল ডাকাত তাদের আক্রমণ করে।
এসময় রয়েল মিয়া দৌড়ে পাশের বাড়ির দিকে চলে গেলেও নিহত সজীব ডাকাতদের হাত থেকে পালিয়ে যেতে পারেননি। ডাকাতরা তাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে মাটিতে ফেলে দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রয়েল মিয়ার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী সোহেল (২৪) নামের এক ডাকাতকে আটক করে। পুলিশ নিহত সজীবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে প্রেরণ করেছে।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) প্রিয়দেশকে জানান, ‘আটককৃত ডাকাত সোহেল মিয়া উপজেলার বারুইপাড়া কোয়েল ফ্যাক্টরির কাছে বাসা ভাড়া নিয়ে চন্দ্রা স্পিনিং মিলে ওয়ার্কার হিসেবে কাজ করে। ১ হাজার টাকা ভাড়ায় সে ডাকাতি করতে গিয়েছিল।’
কালিয়াকৈর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ জানান, বৃহস্পতিবার রাতে ডাকাতির ঘটনায় থানায় মামলার একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে যারা জড়িত দ্রুত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’
উল্লেখ্য, মার্চ মাসের ১ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত গাজীপুরের একই স্থানে পাঁচ থেকে ছয়বার ডাকাতির ঘটনা ঘটলো। এসব ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারিনি। তবে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গার বান্দ গ্রামে ডাকাতি ঘটনায় পুলিশ তিনজনকে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে আটক করতে সক্ষম হয়।
বর্তমানে কালিয়াকৈর উপজেলায় আইন-শৃঙ্খলার চরম অবনতি পরিলক্ষিত হচ্ছে। মৌচাক ফুলবাড়িয়া সড়কের ভান্নারা এলাকায় ১-২ দিন পর পরই ডাকাতির ঘটনা ঘটছে। এসব ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।