মাদারীপুর প্রতিনিধিঃ
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণের অপরাধে মাদারীপুরের কালকিনি উপজেলার একটি মিষ্টির দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
মাদারীপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এ অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা যায়, বাজারে খাদ্য দ্রব্যের গুণগত মান নিয়ন্ত্রনে মঙ্গলবার দুপুরে কালকিনির ভূরঘাটা বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।এ সময় খন্দকার মিষ্টান্ন ভান্ডার নামক একটি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়াও অভিযানকালে খাবার হোটেল,সবজির দোকান ও ফলের দোকান সহ বেশ কয়েকটি দোকান মালিকদের সতর্ক করা হয়।পাশাপাশি তাদের মাঝে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানকালে মাদারীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,কালকিনি উপজেলা সেনেটারী ইন্সপেক্টর একরাম হোসেন,কালকিনি থানার সাব ইন্সপেক্টর শাহীন হোসেন,ভোক্তা অধিকারের অফিস সহায়ক রবিউল ইসলাম,একুশে টেলিভিশন ও প্রিয় দেশ এর সাংবাদিক রকিবুজ্জামান সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান মাদারীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।