অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, কানাডার প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা বলে সম্বোধন করেন।
আইএমএফের আবাসিক প্রতিনিধি জায়েন্দু দে এবং কানাডার হাইকমিশনার লিলি নিকলসের সঙ্গে সাক্ষাৎ শেষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী একথা বলেন।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে জায়েন্দু দে এবং লিলি নিকলসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
আবুল হাসান মাহমুদ আলী বলেন, কানাডার সঙ্গে অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সব বিষয় পর্যালোচনা করছে। কানাডা থেকে বিনিয়োগ চায় বাংলাদেশ। দেশটি আমাদের উন্নয়ন সহযোগী।
অর্থমন্ত্রী আরও বলেন, কানাডা থেকে কেনোলা ওয়েল আমদানির বিষয়ে আলোচনা হয়েছে, বাংলাদেশ সব বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্ত নিবে। আইএমএফের আবাসিক প্রতিনিধি জায়েন্দু দের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আইএমএফের শর্ত পূরণে ভালো করছে বাংলাদেশ। তৃতীয় পর্যায়েও বাংলাদেশ ভালো করেছে। এটা চলমান প্রক্রিয়া। তারাও আমাদের পারফরমেন্সে খুশি। আমরা পরীক্ষায় খুশি।
তিনি বলেন, ডলার রেট মার্কেট বেজড বিষয়ে কোনো ডিসিশন নাই, ক্রলিং পেগ পদ্ধতি চলবে। আইএমএফের দিক থেকে নতুন করে বিশেষ নির্দেশনা নেই।