আব্দুর রহমান নোমান: করোনাভাইরাস এর এই দুর্যোগকালীন সময়ে সরকারী ত্রাণ বিতরণে অনিয়ম না করতে স্থানীয় জনপ্রতিনিধিদের সতর্ক করেছেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।
তিনি বলেছেন, ত্রাণ বিতরণে কেউ কোথাও অনিয়ম করলে তার সে যে দলেরই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সোমবার সকালে ভোলার লালমোহন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জীবাণুনাশক ঔষধ ছিটানো ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন এমপি শাওন। লালমোহন পৌর এলাকার বিভিন্ন সড়কে তিনি উপস্থিত থেকে জীবাণুনাশক ঔষধ ছিটান এবং বেশ কয়েকটি মহল্লা পরিদর্শন করেন।
এসময় তিনি লালমোহন-তজুমদ্দিনের সাধারণ জনগণকে করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা মেনে চলার আহবান জানান।
লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি মীর খায়রুল কবীর, ভারপ্রাপ্ত মেয়র জাহিদুল ইসলাম নবীনসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এসময় উপস্থিত ছিলেন।