করোনাভাইরাস দেশে যে ভয়াবহ আকার ধারণ করছে, সেজন্য সরকারের উদাসীনতাকে দায়ী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, ‘করোনাভাইরাস রোধে বাংলাদেশ সরকার উদাসীন না থাকলে এ দেশে এর তীব্রতা হয়তো এত প্রকট হতো না।’
পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্ত হয়ে অনেক প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। এজন্য তিনি শোক প্রকাশ করেছেন।
করোনাভাইরাস নিয়ে এতদিন তেমন কোনো কথা না বললেও সোমবার গণমাধ্যমে এক বিবৃতি দেন মির্জা ফখরুল। সেখানে তিনি এসব মন্তব্য করেন।
ওই বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘এই মহামারি আরও কঠিন আকার ধারণ করে বাংলাদেশসহ বিশ্ববাসীকে গ্রাস করতে লাগামহীন হয়ে ধেয়ে আসছে। বর্তমান পরিস্থিতি একটি বৈশ্বিক সমস্যা এবং সব রাষ্ট্রের একটি জাতীয় সংকট।’
বৈশ্বিক এই সংকটে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘‘সরকারের সমন্বিত উদ্যোগে প্রতিটি মানুষকে লকডাউন, কোয়ারেন্টাইন কিংবা সেলফ আইসোলেশন প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে হবে। নয়তো করোনাভাইরাস রোধ করা সম্ভব নয়।’
তবে বিএনপি মহাসচিব সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ করলেও আওয়ামী লীগ বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছে। এমনকি মঙ্গলবার সকালে ৬৪ জেলার কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা সবাই সচেতন ছিলাম বলেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা কম। সবাই সচেতন থেকে এ ধারা অব্যাহত রাখতে হবে।’
করোনা সংকট মোকাবেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় মানুষের পাশে দাঁড়াতে দেখা গেলেও বিএনপির প্রথম সারির বা মধ্যম সারির নেতাদের কোনো কার্যক্রম তেমন দৃশ্যমান হয়নি। এমন প্রেক্ষাপটে দেওয়া বিবৃতিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত