করোনাভাইরাস এ গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ২৯ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত ও মৃত্যুর দিক থেকে এ সংখ্যা সর্বোচ্চ।
এর ফলে সরকারী হিসাবে এ নিয়ে করোনায় মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। আর মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ১১৭ জনে দাঁড়িয়েছে।
সোমবার মহাখালীর বিপিএস ভবনে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের সাথে করোনাভাইরাস নিয়ে এক জরুরি সভা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ওই সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী এসময় আগামী ৩০ দিনকে সবচেয়ে সংকটপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, তবে সাবধানে থাকলে জাতিকে রক্ষা করা সম্ভব।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে বিশ্বব্যাপী প্রাণ হারিয়েছে প্রায় ৭০ হাজার মানুষ। আর আক্রান্ত প্রায় ১৩ লাখ।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত