করোনাভাইরাস যুক্তরাষ্ট্রে ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। দেশটিতে দ্বিতীয় দিনের মতো মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় জনস হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানায়।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, রেকর্ডসংখ্যক মৃতের এ সংখ্যা হচ্ছে এক হাজার ৯৭৩ জন। আগের দিনের চেয়ে এ সংখ্যা সামান্য বেশি। গত মঙ্গলবার মৃতের সংখ্যা ছিল এক হাজার ৯৩৯ জন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে ১৪ হাজার ৮১৭ জনে দাঁড়াল।
জনস হপকিন্সের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে সর্বোচ্চ মৃতের তালিকায় স্পেনকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। স্পেনে মারা গেছেন ১৪ হাজার ৭৯২ জন। আর ইতালিতে সর্বোচ্চ ১৭ হাজার ৬৬৯ জন প্রাণ হারিয়েছে।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম দেখা দেওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বজুড়ে ৮৮ হাজার ৫৭২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১৫ লাখ ১৯ হাজার ২০৮ জন। এদের মধ্যে সুস্থ হয়েছে তিন লাখ তিন হাজার ২৯ জন।