দেশে গত ২৪ ঘণ্টায় ৩০৯৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে মারা গেছেন ৩৮ জন। এর ফলে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ হাজার ৬১৯, আর মারা গেছেন মোট ১২০৯ জন।
দৈনিক স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৫৮টি পরীক্ষাগারে ১৫,০৩৮টি নমুনা পরীক্ষা করে এই তথ্য জানা গেছে।
অন্যদিকে মোট সুস্থ হয়েছেন ৩৪ হাজার ২৭ জন। নতুন করে ১৫,২৯৭ জন সুস্থতার তালিকায় যুক্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩২ জন, নারী ৬ জন। বয়সের হিসাবে: ২১-৩০ বছর বয়সী ৩ জন। ৩১-৪০ বছর বয়সী ৩ জন। ৪১-৫০ বছর বয়সী ৭ জন। ৫১-৬০ বছর বয়সী ৫ জন। ৬১-৭০ বছর বয়সী ১৫ জন। ৭১ থেকে ৮০ বছর বয়সী ৫ জন।
যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৮ জন, চট্টগ্রামের বাসিন্দা ১২ জন, সিলেটের ৬ জন এবং বরিশাল ও রংপুরে ১ জন করে মৃতুবরণ করেছেন। এরমধ্যে হাসপাতালে মারা গেছেন ২৫ জন, বাড়িতে ১১ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন দুইজন।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৬ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এই তথ্য নিশ্চিত করেছেন।শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত