ঈদুল ফিতরের দিনে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৭৫ জনের দেহে করোনাভাইরাস এর উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এসময়ে মৃত্যু হয়েছে ২১ জনের, আর সুস্থ হয়েছেন ৪৩৩ জন।
সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান।
ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ১১ হাজার ৫৪১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৪৫১টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ২ লাখ ৫৩ হাজার ৩৪টি।
তিনি বলেন, দেশে সর্বমোট ৪৮টি ল্যাবে নতুন নমুনা পরীক্ষায় আরও ১ হাজার ৯৭৫ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৫৮৫ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ২১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫০১ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩৩ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ১৩৪ জন। করোনা রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০.৬১ শতাংশ এবং মৃত্যুহার ১.৪১ শতাংশ।
ডা. নাসিমা জানান, প্রাণ হারানোদের মধ্যে ১৬ জন পুরুষ ও ৫ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১১ জন, রংপুর বিভাগে ১ জন এবং চট্টগ্রাম বিভাগের ৯ জন।
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ২৮৪ জনকে নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে। এসময়ে ছাড় পেয়েছেন ৯৫ জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ৪ হাজার ৬৫৩ জন। আর মোট ছোড় পেয়েছেন ২ হাজার ২৫৮ জন।
ডা. নাসিমা বলেন, এ বছর ঈদের উৎসব ঢাকা পড়েছে করোনার স্বাস্থ্যবিধির নিচে। এই পরিস্থিতি মোকাবেলায় দরকার সকলের সহযোগিতা। ঈদ উৎসবেও করোনার বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। সবাই আমরা কোভিড-১৯ এর বিরুদ্ধে একসাথে টিম হিসেবে কাজ করছি।
করোনাভাইরাসে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ৫৫ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন তিন লাখ ৪৬ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২৩ লাখের বেশি মানুষ।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত