এই বছর বাংলাদেশি হজযাত্রীদের জন্য ব্যবস্থাপনা আরও ভালো হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, বৈশ্বিক কোভিড পরিস্থিতির উন্নতিসহ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সৌদি সরকার বাংলাদেশ থেকেও হজযাত্রীদের অনুমতি দেয়ার সম্ভাবনা রয়েছে।
সৌদি সরকার বলেছে যে তারা এই বিষয়ে একটি ডিক্রি জারি করবে।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে যাওয়ার সুযোগ হলে হজযাত্রীরা যাতে সুষ্ঠুভাবে হজ পালন করতে পারেন সেজন্য আমরা ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি।
ফরিদুল হক খান বলেন, কতজন হজযাত্রী হজে যেতে পারবেন তা সৌদি-বাংলাদেশ দ্বিপক্ষীয় হজ চুক্তির মাধ্যমে ঠিক করা হবে।
তিনি আরও বলেন, যারা ইতোমধ্যে হজের জন্য নিবন্ধন করেছেন তারা অগ্রাধিকার পাবেন। তাছাড়া হজের পুরো ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ হজ অফিস আশকোনা ঢাকার সভাকক্ষে ২০২২ সালের হজ সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে পূর্ব প্রস্তুতি হিসেবে হজ কার্যক্রমে সম্পৃক্ত মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা ও সংগঠনের অংশীজনদের সঙ্গে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত