ঈদের দিন মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা

পবিত্র ঈদুল ফিতরের দিন গণপরিবহন মেট্রোরেল চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ।

শনিবার (২৯ মার্চ) মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা গেছে।

ফেসবুক পেজে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষ্যে শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

অন্য দিনগুলোতে যথা নিয়মে মেট্রোরেল চলাচল অব্যাহত থাকবে।

চলতি মাসের শুরুর দিকে পবিত্র রমজান মাসের জন্য মেট্রোরেলের নতুন সময়সূচি নির্ধারণ করেছিল ডিএমটিসিএল কর্তৃপক্ষ। প্রথম ১৫ দিন সময়ের কোনো হেরফের না হলেও শেষ ১৫ দিনের জন্য ট্রেন চলাচলের সময় উভয় দিকে এক ঘণ্টা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, রমজানের শেষ ১৫ দিন মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন ৯টায় ছাড়বে।

উল্লেখ্য, গত ঈদুল আজহার দিনও মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।