ঈদের কেনাকাটা করতে এসে ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার-১

ভোলার চরফ্যাশনের শশীভূষনে ঈদের কেনাকাটা করতে এসে বাজারের একটি দোকানে মোবাইলের চার্জ দিতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন ১৬ বছর বয়সী এক কিশোরী। এ ঘটনায় অভিযুক্ত রফিকুল ইসলাম নামে দুই সন্তানের জনককে গ্রেফতার করে রবিবার বিকালে আদালতে সোপর্দ করেছে শশীভূষণ থানা পুলিশ।

এর আগে শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় শশীভূষণ মাছ বাজারের ব্যবসায়ী সুমনের দোকানের পেছনের শয়নকক্ষে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী কিশোরীর ডাক চিৎকারে স্থানীয় ব্যবসায়ীরা ও যুবকরা ছুটে এসে অভিযুক্ত রফিকুল ইসলামকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশে সোপর্দ করেন।