
পবিত্র ঈদুল ফিতরের আগেই পোশাকশ্রমিকসহ বিভিন্ন কারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও পূর্ণ বোনাস দেওয়ার দাবি জানিয়েছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশন। একইসাথে ঈদের ছুটির আগে মার্চ মাসের বেতন পরিশোধের দাবিও জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২৫ মার্চ) ফেডারেশনের সভাপতি ডলি আক্তার রেহেনা এবং সাধারণ সম্পাদক জহির উদ্দিন সম্রাট স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শতাধিক শ্রমিক জীবন উৎসর্গ করেছেন। বাজারদরের সঙ্গে সংগতিপূর্ণ হারে শ্রমিকের মজুরি বৃদ্ধি না করা, সঠিক সময়ে শ্রমিকের বেতন–ঈদ বোনাস প্রদান না করা হবে গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা। কিন্তু দুঃখজনকভাবে আমরা এমন বিশ্বাসঘাতকতার চিত্রই দেখতে পাচ্ছি।
ফেডারেশনের বিবৃতিতে জানানো হয়, ঈদের আগে যেখানে মালিকপক্ষের কাছ থেকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ বোনাস, বেতন ও বকেয়া পরিশোধ করার কথা, সেখানে শ্রমিকদের এসব দাবিতে রাস্তায় নামতে হচ্ছে। আবার রাস্তায় নামলে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। এমনকি মারধরও করা হচ্ছে। যৌক্তিক দাবিতে রাজপথে নামলে তাদেরকে মারধর করা অমানবিক।
বিবৃতিতে আরও বলা হয়, কোন কারখানার মালিকের বেতন-ভাতা ও বকেয়া পরিশোধে সমস্যা থাকলে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমস্যা সমাধানে এগিয়ে আসা উচিৎ। আমরা মালিক এবং শ্রমিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ চাই। মালিক-শ্রমিক একতা ও পারস্পরিক বিশ্বাস না থাকলে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না।