ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ থেকে। যা চলবে ৩০ মার্চ পর্যন্ত। আগামী ১১ এপ্রিল ঈদের দিন ধরে এই টিকিট বিক্রি শুরুর দিন নির্ধারণ করা হয়েছে।
শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট, রেল সেবা অ্যাপ ও সহজ ডটকমের প্ল্যাটফর্ম থেকে টিকিট সংগ্রহ করা যাবে। কালোবাজারি রোধে সহজ ডটকম যেন টিকিট ব্লক করতে না পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে।
রবিবার (২৪ মার্চ) সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের টিকেট বিক্রি শুরু হয়েছে। দুপুর ২টা থেকে রেলওয়ের পূর্বাঞ্চলের টিকিট অনলাইনে বিক্রি শুরু হবে।
আজ বিক্রি হচ্ছে ৩ এপ্রিলের টিকিট। ২৫ মার্চ সোমবার দেওয়া হবে ৪ এপ্রিলের, ২৬ মার্চ দেওয়া হবে ৫ এপ্রিলের , ২৭ মার্চ ৬ এপ্রিলের, ২৮ মার্চ ৭ এপ্রিলের, ২৯ মার্চ ৮ এপ্রিলের এবং ৩০ মার্চ ৯ এপ্রিলের আগাম টিকিট দেওয়া হবে।
এছাড়া ৩ এপ্রিল থেকে ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। সেদিন ১৩ এপ্রিলের টিকিট পাওয়া যাবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত