
এম.এ. কিবরিয়া, কিশোরগঞ্জ: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদে জেলা কিশোরগঞ্জে বিক্ষোভ হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর কিশোরগঞ্জ শহরে বিক্ষোভ করেন মুসল্লিরা। একইসঙ্গে যোগ দেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
ঐতিহাসিক শহীদী মসজিদে সামনে থেকে ছাত্রশিবির বিক্ষোভ মিছিলটি শুরু করে। যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কালীবাড়ি মোড়ের বিজয় চত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে স্লোগান দেয় এবং ফিলিস্তিনের জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে। পরে প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি।