সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের পলাতক তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এছাড়াও একই দিনে পুলিশ উপজেলার লামাকাজি এলাকা থেকে গাজাসহ আব্দুল্লাহ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত পলাতক নেতারা হলেন- উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও বিদায়সুল গ্রামের রিয়াজ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫০), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও সরিষপুর গ্রামের জদু মিয়ার ছেলে রফিক মিয়া (৪০) এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক ও জানাইয়া গ্রামের আবুল কালামের ছেলে শামিম আহমদ (৩২)।
পুলিশ সূত্রে জানা গেছে, ৪ আগস্ট পৌর শহরে স্থানীয় ব্যবসায়ী ও জামায়াত নেতা আমজাদ আলীর ওপর হামলা এবং তার মোটরসাইকেল পোড়ানোসহ মার্কেটে হামলা করেন স্থানীয় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। গ্রেপ্তারকৃতরা এ ঘটনায় একাধিক মামলার আসামি।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ওসি রুবেল মিয়া বলেন, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে পলাতক তিন আসামি ও ও এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত