আ. লীগ আমলে ‘অন্যায়ভাবে চাকরিচ্যুত-পদোন্নতিবঞ্চিতদের’ অবস্থান

আওয়ামী লীগ সরকারের আমলে ‘অন্যায়ভাবে চাকরিচ্যুত ও পদোন্নতিবঞ্চিতরা’ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের কক্ষের সামনে অবস্থান নিয়েছেন।

রোববার (১৫ ডিসেম্বর) তারা সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিবের কক্ষের সামনে অবস্থান নিয়েছেন।

‘অন্যায়ভাবে চাকরিচ্যুত ও পদোন্নতিবঞ্চিতরা’ বলছেন, বঞ্চনা নিরসনে তারা আজকের এ অবস্থান নিয়েছেন। এ ইস্যুতে প্রজ্ঞাপন জারির দাবি তাদের।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, যুগ্ম সচিব পর্যন্ত আপনি আমাকে বলতে পারেন, এটা করেননি কেন? তার ওপরে হলে সামারি পাঠাতে হয়। দুইভাবে সামারি পাঠাতে হয়। একটা হলো প্রধান উপদেষ্টার লেভেলে, যেটা নরমাল পোস্ট। আর চুক্তিভিত্তিক হলে সেটা কিন্তু রাষ্ট্রপতি পর্যন্ত যায়। এগুলো হলো প্রসিডিউর।

আজকে যারা বাইরে কথা বলছেন তারা এগুলো জানেন। জিনিসটা অফিসিয়ালি আসতে হবে। এর বাইরে যদি কেউ আমাকে বলেন, এটা আমি কী উত্তর দেব