আলকরন ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ করেন সাবেক সভাপতি আবুল হাশেম বক্কর

মোঃ রিয়াজ উদ্দিন, চট্টগ্রাম:

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালিয়ে বিশেষ মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। অপপ্রচার চালিয়ে বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। বিএনপি কচুরিপানার মতো ভেসে আসেনি, ফুঁ দিয়ে বিএনপিকে উড়িয়ে দেওয়া যাবে না। আজকে দেশকে অস্থিতিশীল করার যেকোনো চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। নির্বাচন ছাড়া দেশে স্থিতিশীলতা আসবে না। সংস্কার চলমান প্রক্রিয়া। সংস্কারের জন্য নির্বাচন বিলম্বিত করা যাবে না।

তিনি শুক্রবার (২১ মার্চ) বিকালে নগরীর বানিয়াটিলা স্টেশন রোডে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আলকরন ওয়ার্ডের বানিয়াটিলা ইউনিট বিএনপির উদ্যোগে অসহায় মানুষের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি জনগণের দল। সুখ দুঃখে সব সময় জনগণের পাশে ছিল আছে এবং থাকবে। বিএনপির অবস্থান জনগণের হৃদয়ের গভীরে তাই অপপ্রচার ও ষড়যন্ত্র করে বিএনপিকে জনগণের কাছ থেকে দূরে সরিয়ে রাখা যাবে না।

বানিয়াটিলা ইউনিট বিএনপির সাবেক সভাপতি মো. রাশেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাদেকের পরিচালনায় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. সেলিম খান, বানিয়াটিলা সমাজকল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মাবুদ সওদাগর, মহানগর শ্রমিকদল নেতা সাইফুল ইসলাম প্রমূখ।