আব্দুর রহমান নোমান: ভোলার লালমোহনে ঘূর্ণিঝড় আম্পানের ক্ষতি থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্রে অবস্থান করা মানুষের মাঝে শুকনো খাবার ও ইফতার সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় সাংসদ আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
বুধবার সকাল থেকে উপজেলার ৯ ইউনিয়নের আশ্রয় কেন্দ্রের মানুষের মাঝে এসব শুকনো খাবার ও ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি মীর খায়রুল কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস প্রমুখ।
অন্যদিকে লালমোহনে মঙ্গলবার রাত থেকে শুরু হয় ঘূর্ণিঝড় আম্পানের প্রভাব। এতে করে রাত থেকেই বৃষ্টি ও দমকা হওয়া বইতে থাকে পুরো উপজেলায়। পুরো উপজেলায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। বর্তমানে উপজেলার মোট ১৯০ টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৩৩ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। এছাড়াও ১৬ হাজার গবাদি পশুকেও নিরাপদে আশ্রয়ে রাখা হয়েছে।
ঘূর্ণিঝড় আম্পান সম্পর্কে সব ধরনের তথ্য জানতে ও জানাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম।