নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
চট্টগ্রামের ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে কাজ করা সংগঠন "আমরা চাটগাঁবাসী" সম্প্রতি ফটিকছড়ির বন্যাদুর্গত এলাকায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। সেপ্টেম্বর মাসে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া মানুষদের সহায়তা ও পুনর্বাসনের অংশ হিসেবে এই ক্যাম্পের আয়োজন করা হয়। রানির হাটের মাইজকান্দি এলাকায় অনুষ্ঠিত এই ক্যাম্পে প্রায় দুই শতাধিক বন্যাদুর্গত মানুষকে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। এছাড়া, একশো জনেরও বেশি দুস্থ মানুষের ব্লাড গ্রুপিং সেবা দেওয়া হয়, যা তাদের ভবিষ্যৎ চিকিৎসার জন্য সহায়ক হবে।
এই মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মুহাম্মদ, ডা. মোহাম্মদ হোসাইনুল ইসলাম রাবি, ডা. তারেক আজীজ, ডা. মুন্তাসির সিদ্দিকী সাদি ও ডা. ইমন হোসাইন। চিকিৎসক দল স্থানীয় মানুষদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা চিহ্নিত করে পরামর্শ দেন এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। দুর্গত মানুষদের স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর জন্য এই ক্যাম্পে একটি সচেতনতামূলক প্রোগ্রামেরও আয়োজন করা হয়, যেখানে স্থানীয় মানুষদের স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন পরামর্শ দেয়া হয়।
সচেতনতামূলক এ কর্মসূচি পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাবের প্রেসিডেন্ট ও আমরা চাটগাঁবাসীর সক্রিয় সদস্য মুহাম্মদ রেজাউল আজম। এছাড়া, মাইজকান্দি বায়তুল আমান দাখিল মাদ্রাসার সহ সভাপতি শহীদুল আজমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমরা চাটগাঁবাসীর সেক্রেটারি জেনারেল ও বিশিষ্ট সাংবাদিক নেতা এবিএম ইমরান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা চাটগাঁবাসীর কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সেলের সদস্য সচিব কবি কামরুল ইসলাম এবং চট্টগ্রাম মহানগর পরিবহন শ্রমিক দলের আহ্বায়ক মুহাম্মদ ফারহাদ উদ্দীন সোহাগ। আমরা চাটগাঁবাসীর কেন্দ্রীয় অফিস সম্পাদক রাশেদুল আজীজ ও সাবেক ছাত্রনেতা মুসলিম উদ্দিনসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ক্যাম্পে উপস্থিত ছিলেন।
মাইজকান্দি বায়তুল আমান দাখিল মাদ্রাসার সুপারেন্টেড মুহাম্মদ তৌহিদুল আজমও এ কার্যক্রমে অংশগ্রহণ করেন। পুরো কার্যক্রমটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয় এবং স্থানীয় জনগণ এমন সহায়তামূলক উদ্যোগের জন্য আমরা চাটগাঁবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত