আবারও এক এগারোর শঙ্কায় বিএনপি

বিএনপি নেতাদের বক্তব্য অনুযায়ী, দেশে রাজনৈতিক পরিস্থিতি নতুন করে অনিশ্চয়তার দিকে যাচ্ছে।দেশে আবারও এক এগারোর মতো বিরাজনীতিকরণের ইঙ্গিত দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
তিনি বলেন, “সংস্কারের অজুহাতে নির্বাচন বিলম্বিত করা কোনো গণতান্ত্রিক পদ্ধতি নয়।” বিএনপির নেতারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেছেন।

রাজনৈতিক সংস্কারের নামে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বলে মনে করেন বিএনপি নেতারা। শনিবার সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম দফার সংলাপ হয়, যেখানে ২৭টি দলের প্রতিনিধিরা অংশ নেন। প্রধান উপদেষ্টা সেখানে সংস্কারের গুরুত্ব তুলে ধরেন।

আজ রবিবার,১৬ ফেব্রুয়ারি “জাতীয় নির্বাচনে কেমন প্রার্থী চাই” শীর্ষক সংলাপে অংশ নিয়ে ড. মঈন খান বলেন, “২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন নিয়ে প্রশ্ন উঠলেও ২০০৮ সালের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা হয় না। এক এগারোর যে পরিকল্পনা বিরাজনীতিকরণ,সেই সমস্যা আমি আজকে কিন্তু আবার নতুন করে দেখতে পাচ্ছি। ”
বিএনপি নেতাদের দাবি, রাজনৈতিক কাঠামোকে দুর্বল করতে এবং বিরোধী দলকে দুর্বল অবস্থানে ফেলতেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আমরা যদি প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন চাই তাহলে বুঝতে হবে, আমরা কোনো পলিটিক্যাল ডেভেলপমেন্ট ,আমরা কোনো শক্তিশালী গণতন্ত্র চাচ্ছি না। আমরা একটা অনিশ্চয়তার দিকে চাচ্ছি,।অন্য কোন দুরভিসন্ধি এর মধ্যে থাকতে পারে।”

এর আগে সকালে বিএনপি নেতারা নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জ জেলার নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান। সেখানে তারা আবারও সরকারের রাজনৈতিক কৌশল নিয়ে প্রশ্ন তোলেন এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রত্যয় ব্যক্ত করেন।