আবরার ফাহাদের জানাযায় নেই বুয়েট ভিসি

32

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতনে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যুর প্রায় ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও বুয়েটের ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলাম এখনও ঘটনাস্থলে আসেননি।

এমনকি যোগ দেননি ফাহাদের নামাজে জানাযায়।

বিষয়টি নিয়ে আবরারের সহপাঠীসহ সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ক্ষোভ প্রকাশ করেছে।

মঙ্গলবার সকাল থেকে বুয়েটে চলমান বিক্ষোভের এক পর্যায়ে বেলা ১১টার কিছু পরে ছাত্রকল্যাণ পরিচালক (ডিএসডাব্লিউ) ড. মিজানুর রহমান শিক্ষার্থীদের শান্ত করতে এলে আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরেন। ঘটনার জন্য তার ব্যর্থতা বিষয়ে প্রশ্ন করে তার পদত্যাগ দাবি করেন।

সেসময় শিক্ষার্থীরা বুয়েটের ভিসির বিষয়ে জানতে চাইলে ড. মিজানুর বলেন, ‘সেটা ভিসি’কে বলতে পারেন – ভিসি আসবে কিনা এটা উনার ব্যপার। তবে আমরা এখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করব।’

ওই সময় শিক্ষার্থীদের দাবির মুখে উপাচার্যকে সবার সামনে তিনি ফোন করলে উপাচার্য ফোন না ধরে লাইন কেটে ফোন বন্ধ করে দেন। গণমাধ্যমের ফোনও তিনি এড়িয়ে চলছেন বলেও অভিযোগ করেন উপস্থিত সাংবাদিকরা।

কতদিনের মধ্যে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে জানতে চাইলে ছাত্রকল্যাণ পরিচালক বলেন, উপাচার্যের সঙ্গে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

অন্যদিকে বুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর একেএম মাসুদ সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন।